

বাবা,জানিনা তুমি
কেমন আছো পরপারে,
উত্তরসূরীদেরে সঙ্গে নিয়ে।
আমরা তো বেশ আছি,
মায়ের অঞ্চলে–
দু্:খে, কষ্টে, আনন্দে।
যতদিন রেখেছিলে
বটবৃক্ষ ছায়াতলে
কোথা দু:খ, কোথা কষ্ট
বুঝতেও দাওনি,
রেখে গেছো মাটি-ভিটে
—– আশীর্বাদের ছাপে।
তোমায় মনে পড়ে কিন্তু,
দেখিতে চাইলেও
না পাই দেখিতে
এ সুন্দর ভূবনে,
হয়তোবা দেখছো আমাদেরে।
শুধু একগুচ্ছ, ভালোবাসা
আর শ্রদ্ধা ছাড়া
কিছুই দিতে পারিনি ইহকালে,
অভিলাষ রাখি——-
শুধু পরকালে।
গৌরীশ দাস
কাছাড়,আসাম(ভারত)