

অন্যায় অনাচারে অতিষ্ঠ জনগণ
প্রতিবাদী মিছিলে
সামিল হওয়ার বিনিময়,
শুধু দেশদ্রোহিতার তকমা,
কালকের ইতিহাস আজ
মিথ্যাচারের পরিণতির নাম।
এক দেহ হতে আরেক দেহে
আত্মা-দুরাত্মার প্রবেশের নাম,
পরিবর্তন আর পরিবর্ধন।
প্রতিহিংসাজনিত রাজনীতির
ছড়াছড়ি সর্বত্র,
সরকারিকরণের অধ:পতন,
বেসরকারিকরণের উন্নতিকরণ।
ক্রমে ক্রমে ঢেউয়ে ঢেউয়ে
প্রাক-স্বাধীনতার দেশে
ফিরে যেতে আর মাত্র,
কিছুদিন বাকি।
একমাত্র জাগরিত হোক
মানুষের চেতনা —-
এখনও সময় আছে,
মৌন মিছিল ছেড়ে
জেগে উঠো জনতা জনার্দন।
গৌরীশ দাস
কাছাড় আসাম (ভারত)