সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, দেশকে স্থিতিশীল করতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী ও আওয়ামী লীগের দোসররা পুনর্বাসিত হয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেন, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। ডামি নির্বাচনের এমপিরা এ এলাকায় কেবলই লুটপাট করেছে। রাস্তাঘাটের বেহাল দশা। শিক্ষার দিক দিয়েও পিছিয়ে রয়েছে এ অঞ্চল। এখন প্রয়োজন পরিপূর্ণ পরিকল্পনার মাধ্যমে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার উন্নয়ন করা। এ আসনের মানুষের সুদিনে ও দুর্দিনে সবসময় পাশে থাকতে চাই। এটাই আমার রাজনীতির দর্শন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর সিটি পয়েন্টে অসহায় ও গরীবদের মধ্যে তাঁর পক্ষ থেকে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সবাইকে দু’আ করার আহবান জানান। সিটি পয়েন্টে কম্বল বিতরণ শেষে তিনি জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার হাতে ১০০ কম্বল হস্তান্তর করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ওলামা দলের আহবায়ক কাজী মাওলানা নুরুল হক, সদস্য সচিব মাওলানা এম এম কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মাওলানা রমিজ উদ্দিন ওলামাদল ও বিএনপির নেদৃবৃন্দ।-বিজ্ঞপ্তি