পরিবহন শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: হাজী ময়নুল ইসলাম

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

সিলেট জেলা বাস,মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেছেন, পরিবহন শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মিথ্যা মামলা ও কাগজপত্র যাচাই-বাছাইযের নামে প্রশাসনের হয়রানি, শ্রমিক নেতৃবৃন্দের উপর হামলা ও কারাবন্দী পরিবহন শ্রমিকদের মুক্তি, সড়ক পরিবহন আইন ২০১৮ বাতিল, লামাকাজি ও সেরপুর সেতুর টোল আদায় বন্ধসহ আমাদের বিভিন্ন দাবি রয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনকে আমরা জানিয়েছি। দাবি আদায়ের লক্ষে আগামী ২০শে জানুয়ারি দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্তরে শ্রমিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। যদি দাবি আদায় না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো। তিনি মঙ্গলবার পরিবহন শ্রমিক ইউনিয়ন জেলা শাখার কার্যালয়ে বিকাল ৩টার সময় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের এক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন’র পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও সিলেট জেলা ৭০৭ এর সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, শ্রমিক ঐক্য পরিষদ এর সহ সভাপতি ও ২০৯৭ এর সভাপতি মোঃ আব্দুল আলীম বাসানী, সহ সভাপতি মোঃ ইনছান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ আহমদ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুস শহীদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, কার্যকরী সদস্য মোঃ আলী আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন