

সুপরিচিত ও ঐতিহ্যবাহী সংগঠন ‘ প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) ক্লাবের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ ও বর্তমান কেন্দ্রীয়, জেলা ও মহানগরের কার্যকরী কমিটির সদস্যদের মতামতের আলোকে উক্ত উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
বিশেষ করে, সংগঠনের সাথে দীর্ঘদিন থেকে যারা পরামর্শক ও সহযোগি হিসেবে পাশে ছিলেন, সেইসব সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান উপদেষ্টা হলেন সিসিকের সাবেক প্যানেল মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক রেজাউল হাসান কয়েস লোদী, উপদেষ্টাবৃন্দ সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব জয়নাল আবেদীন, সিলেট জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. রফিক উদ্দীন, বিভাগীয় স্পেশাল জজ আদালতের সিলেটের পিপি এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিলেট ল’ কলেজের অধ্যক্ষ বিজ্ঞ আইনজীবী এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেটের পিপি এডভোকেট মুজিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটের ডাকের চীফ রিপোর্টার মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারি পরিচালক নজরুল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচি ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল হক, নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পেটাশন সিটির কাউন্সিলর শাহিন খালিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মনসুর আহমদ রুবেল, পাস্টটিভি সিইও ও দৈনিক শুভ বার্তা ও দৈনিক সবুজ আলোর সম্পাদক শাহাব উদ্দিন, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক নাজমুল হক, বিশিষ্ট সমাজসেবক ও কানাডা প্রবাসী মুন্সি আব্দুল মুমিন।