সিলেট শহরতলীর ৬ নং টুকেরবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভাটা এলাকায় বৃহত্তর ভাটা মডেল সমাজ কল্যান সংস্থা আয়োজিত মাসব্যাপী ভাটা মিনি নাইট ফুটবল প্রিমিয়ার লীগের চতুর্থ সিজনের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০ টায় ভাটা বাজার সংলগ্ন মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ভাটা কিংস্টার ১-০ গোলে ভাটা এইট স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহত্তর ভাটা মডেল সমাজ কল্যান সংস্থার সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক লিটন আহমদের পরিচালনয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৬ নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃখলিলুর রহমান খলিল, বৃহত্তর ভাটা মডেল সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা শুক্কুর মিয়া, আব্দুল খালিক, সিরাজ মিয়া, করিম মিয়া, আব্দুল লতিফ তাপাদার, রহমত উল্লাহ, সাংবাদিক শামীম হোসাইন সামী, আব্দুস ছত্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন,সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা আহমদ আলী, বিশিষ্ট মুরব্বী দুলাল আহমদ কয়েছ, বিশিষ্ট রাজনীতিবিদ আজিজ খান সজীব, রাসেল খান, নুরেশ আহমদ, সিলেট জেলা ছাত্রদল নেতা আফজল হোসেন, বৃহত্তর ভাটা মডেল সমাজ কল্যান সংস্থার কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহ সভাপতি আবুল কাহার ও মাসুম আহমদ, সাধারণ সম্পাদক স্বাধীন আহমদ, সংগঠনিক সম্পাদক ফখর উদ্দিন,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।