ফেব্রুয়ারীর ছড়া

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

“দেলোয়ার হোসেন দিলু”

ফাগুন শেষে আসলো দেশে
ফেব্রুয়ারী মাস
এমন দিনে সবাই করে
বর্ণমালার চাষ ।

শিশির ভেজা দুর্বা ঘাসে
রক্তে রাঙে বন
এসব দেখে দুঃখী মায়ের
উতলে উঠে মন ।

তাই তো জাগে পলাশ শিমুল
কৃঞ্চচুড়ার ডাল
স্নিগ্ধ বাতাস সজীবতায়
জাগায় মহাকাল ।

বর্গী এসে আটকাতে চায়
আমার মুখের শ্বাস
আমার খেয়ে আমার পড়ে
তুলছে জলোচ্ছাস ।

বুকের তাজা রক্ত দিয়ে
লিখলো ভাষার নাম
মায়ের ভাষা মুখের ভাষার
অনেক তারই দাম ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন