

‘মোঃ ইয়াকুব বখ্ত বাহলুল’
শিমুল বাগে ফুল ফুটেছে
রক্ত রাঙা লাল
ফুলের সুবায় মাতাল হয়ে
সবাই টালমাটাল ।
বসন্তের আজ প্রথম প্রহর
খুশির হাওয়া মনে
ফুল ফুটেছে মন রাঙাতে
পলাশ শিমুল বনে।
বসন্তের এই মৃদু হাওয়ায়
শুকনো পাতা ঝরে
গাছে আসে নতুন পাতা
আবার নতুন করে।
পলাশ, শিমুল, মাদার,
মহুয়া আরো কত ফুলে
বসন্তেই সব ফলের বাহার
গাছে গাছে দোলে।