সিলেট মহানগরীর বাদাঘাট এলাকা থেকে ভারতীয় পাঁচটি বলদ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বাদাঘাট-তেমুখী সড়কে চেকপোস্ট বসিয়ে পিকআপে বোঝাই করা ভারতীয় গরুর চালানটি জব্দ করে। এসময় পিকআপ চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, একটি পিকআপ ভ্যানে করে ভারতীয় গরুর চালান নিয়ে যাচ্ছিল চোরাকারবারি। খবর পেয়ে বাদাঘাট-তেমুখী সড়কে চেকপোস্ট বসায় জালালাবাদ থানা পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক সিলেটের গোলাপগঞ্জ থানার খর্দ্দাপাড়া গ্রামের মৃত ইলিয়াছ আলীর ছেলে জুবের আহমদ (৪০) পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করে। আটক জুবের আহমদ জিজ্ঞাসাবাদে জানায়, চোরাকারবারের সাথে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পিকআপ থেকে লাল রঙের ২টি, বাদামি রঙের ২টি ও সাদা রঙের ১টি বলদ জব্দ করা হয়েছে। জব্দকৃত বলদগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।প্রেস বিজ্ঞপ্তি