ভাষা শহীদদের প্রতি সিলেট জেলা মহিলা দলের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা মহিলা দল নেতৃবৃন্দ।

শুক্রবার সকালে তারা এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না, জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার ইয়াসমিন, হালিমা বেগম বিলকিস বেগম সহ জেলা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন