

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান তারা।
এ সময় শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর, সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু, এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান, এডভোকেট শরদিন্দু পাল, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট সফিকুল ইসলাম সবুজ, আয়কর আইনজীবী মোখলেসুর রহমান, ইফতিয়াক হোসেন মন্জু, এডভোকেট শামসুল ইসলাম দুস্কি, এডভোকেট শাবানা ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি