মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ ও জেলার দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) নগরীর তালতলাস্থ একটি হোটেলের হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ সমিতি সিলেটের সাবেক সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টসর এর বিজিএম জসিম উদ্দিন খন্দকার, বিএমবিএফ’র সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সিলেট বিভাগের সহ-সভাপতি আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বিএমবিএফ’র সহ-সভাপতি এম এ হান্নান।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি এম এ রকিব, আলহাজ্ব তারা মিয়া তালুকদার, মো. আনোয়ার হোসেন, শ্যামল চৌধুরী, যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক ইউসুফ  সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, সিলেট জেলা সহ-সভাপতি মধু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক চিত্রনায়ক জহির চৌধুরী, জেলার মহিলা সম্পাদিকা আফসানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, সদস্য সাহেদা বেগম, জগন্নাথপুর উপজেলা সভাপতি এম এ হান্নান, আফরোজ তালুকদার। দোয়া পরিচালনা করেন সিলেট বিভাগের কোষাধ্যক্ষ এস এম বিল্লাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন