মায়ের ভাষা শ্রেষ্ট ভাষা

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

“দেলোয়ার হোসেন দিলু”

ভাষা মানেই ভাষার শ্লোগান কথা বলার সুখ
সেই ভাষাটা আনতে গিয়ে ভাঙ্গলো মায়ের বুক
রক্ত দিয়ে বর্ণ একেঁ লিখলো ভাষার গান
মায়ের ভাষা শ্রেষ্ট ভাষা সেরা অভিধান ।

বুকের ভেতর সহস্র ঢেউ আকুল করা প্রাণ
প্রকাশ করি ইচ্ছে মত সুখের স্লোগান
বাংলাভাষা সুখের ভাষা ইচ্ছে মত বলা
মায়ের ভাষায় রঙিন পালে ভাসায় সুখের ভেলা ।

সবুজ মাঠে শিশির জমে বাংলা ভাষার গান
বুকের তাজা রক্ত ঢেলে আনলো নওজোয়ান
বর্ণমালার গদ্য কথা তবলাতে দেয় তাল
দুপুর রোদে ঝিলিক মারে স্মৃতির মোহাকাল ।

রক্ত রোদের মলাট বেয়ে ভাষার স্বদেশ আসে
রক্তে রঙিন শিমুল পলাশ পাপড়ি মেলেই হাসে
হাসতে পারে কৃঞ্চচুড়া পাখির কন্ঠে গান
রাঙিয়ে যায় ডালে ডালে ভাষার কলতান ।

বাংলা ভাষার গান গেয়ে যায় ভাটি বাংলার সুর
সবুজ মাঠে স্মৃতির পাতায় ঝলমলে রোদ্দুর
মায়ের কাছেই অআ কখ প্রথম আলাপন
বাজতে থাকে সুরের আবেশ জল কুসুমের বন ।

রোদের আলো উঠল জ্বলে বাংলা ভাষার গানে
মায়ের ভাষায় যুবা তরুণ মিলছে প্রাণে প্রাণে
মুগ্ধ হলো কৃষক শ্রমিক লাল সবুজের মাঠে
গান গেয়ে যায় নায়ের মাঝি কদম তলীর হাটে ।

রক্ত দিয়ে বর্ণ লিখে ভাষার এলো মান
বিশ্বজুড়ে বাংলা ভাষার স্ব-মহিমার গান
বাংলা ভাষা প্রাণের ভাষা আমার মায়ের মুখ
মনের ভেতর তাই তো আকিঁ বাংলা ভাষার সুখ ।।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন