

স্পোর্টস ডেস্ক-
নতুন মৌসুমের আগেই নিজেদের গোছানোর পরিকল্পনা নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে আধিপত্য বিস্তারে গ্রীষ্মকালীন দলবদলে বড় পরিকল্পনা করছে লস ব্লাঙ্কোসরা। তালিকায় রয়েছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার। আছেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও।
প্রতিভাবান এই ফুটবলারকে দলে নেয়ার কথা রিয়াল মাদ্রিদ বিবেচনা করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তবে এই গ্রীষ্মে এনজো’কে ছেড়ে দিতে চায় না চেলসি। তবে চমকপ্রদ অদল-বদল চুক্তিও আছে আলোচনায়। সুযোগ পেলে বার্নাব্যু’তে যাওয়ার ইচ্ছা রয়েছে এই মিডফিল্ডারেরও।
২০২৩ সালে চেলসিতে যোগ দেয়ার সময় রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি এনজো’র জন্য খরচ করেছিল ক্লাবটি। যে চুক্তি রয়েছে ২০৩২ সাল পর্যন্ত। এমন অবস্থায় এনজো’কে দলে ভেড়াতে জটিল সমীকরণ আছে রিয়াল মাদ্রিদের সামনে। ব্লুজ’দের ডেরা থেকে নিজেদের ডেরায় আনতে তাদের প্রয়োজন হবে বিশাল অঙ্কের অর্থ। যা ক্লাবটির অন্য দলবদল পরিকল্পনায় ফেলতে পারে প্রভাব।
তবে সমাধানের একটা পথও খোলা আছে রিয়াল মাদ্রিদের। সরাসরি বিশাল অর্থ খরচ না করে অদল-বদল চুক্তির কথা ভাবছে ক্লাবটি। রোমারিও লাভিয়ার ইনজুরিতে রিয়াল মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনির প্রতি আগ্রহ আছে দলটির। এই সুযোগে চুয়ামেনির বিনিময়ে এনজো’কে দলে নেয়ার পরিকল্পনা করতে পারে লস ব্ল্যাঙ্কোসরা। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কোবি মাইনুও আছে ব্লজদের রাডারে।
চলতি মৌসুমে ইনজুরির কারণে বেশ কয়েকজন ফুটবলারের পূর্ণ সার্ভিস পায়নি রিয়াল মাদ্রিদ। এর মধ্যে কিছু ফুটবলার নেই নিজেদের সেরা ছন্দে। তাই নতুন মৌসুমে ফুটবলার দলে ভেড়ানো অপরিহার্য হয়ে পড়েছে দলটির। তবে শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজকে নিজেদের ডেরায় ভেড়াতে পারে কি-না রিয়াল সেটি এখন দেখার বিষয়।