

নিউজ ডেষ্ক
সিলেট জেলার গোয়াইনঘাট থানার হত্যা মামলার ০২ জন পলাতক আসামীকে গোলাপগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল আজ ২৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ০৩:২০ ঘটিকায় সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে (গোয়াইনঘাট থানার এফআইআর নং-১৩/২০৬, তারিখ- ১৩ সেপ্টেম্বর ২০২৪, ধারাঃ-১৪৩/ ৪৪৭/ ১১৪/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০২/ ৩০৭/৫০৬(২) পেনাল কোড ১৮৬০ মুলে হত্যা মামলার ০২জন এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করতে
সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় ১। কালা মিয়া (৩০), পিতা- সিরু মিয়া, সাং- দ্বারীখেল, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট এবং ২। সলিমা বেগম (২৮),স্বামী- কালা মিয়া, সাং- দ্বারীখেল, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।
৩। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।