মণিপুরী কালচারাল কমপ্লেক্সে 'লাই হারাওবা' বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামি এপ্রিল মাসে ইউনেস্কো, বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় যাদুঘর সহযোগিতায় অনুষ্ঠিতব্য মণিপুরী লাই-হারাওবা উৎসবকে সামনে রেখে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
লুবনা মারিয়ম বলেন, 'লাই হারাওবা' মণিপুরীদের আদি উৎসব। মণিপুরীদের সমৃদ্ধ ঋদ্ধ সংস্কৃতির ভিত্তি হচ্ছে লাই হারাওবা। বাংলাদেশে প্রায় বিলুপ্ত হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী উৎসবকে লালন ও রক্ষার দায়িত্ব আমাদের সকলের।
দুই মাসব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবেন মণিপুর ভারতের বিশিষ্ট নৃত্যগুরু নোংথমবম সামু মৈতৈ ও পেনাশিল্পী মৈস্নাম মারজিৎ সিং।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, লাই হারাওবা উদযাপন পরিষদের আহবায়ক ইবুংহাল সিংহ শ্যামল, সদস্য সচিব ওইনাম লানথৈ প্রমুখ।