

সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না। অনেকে বলছে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছি। কিন্তু আমরা দল হিসেবে কখনো ক্ষমতার জন্য চেষ্টা করিনি। দেশের জনগণের একটি বিশাল অংশ বিশ্বাস করে আগামীতে দেশে ভালো কিছু হলে বিএনপির নেতৃত্বেই হবে। অগণতান্ত্রিক, অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিশোধ হবে, বাংলাদেশের মাটি ও মানুষের জন্য ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য ভালো কী করেছি, ভালো কী করতে চাই, সে কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া। বিএনপির প্রতি জনগনের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ কেউ করলে তাকে আমরা আমাদের পক্ষে টানবোনা, শেল্টারও দিবোনা।
এক্ষেত্রে দলকে স্বার্থপর হতেই হবে। বহু ঝড়ঝঞ্ঝা, অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। কাজেই আমাদের নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি দেখতে হবে। আর সরকারকে বলতে হয়, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অতএব আমরা সংস্কারও চাই কিন্তু, অগ্রাধিকার দিতে হবে নির্বাচনকে। শনিবার (১ ফেব্রুয়ারি) সিলেট সদর উপজেলার আওতাধীন মোগলগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।