সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে:কয়েস লোদী

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। শৃঙ্খলা ভঙ্গ করলে দল তাতে ছাড় দিবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না। দল করলে দলের নিয়মনীতি মেনে চলতে হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেইনি। তাই তারা যা করেছে বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায় জুলুম করা যাবে না। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, মানুষের ওপর কোনো অন্যায়-অত্যাচার করা যাবে না। দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না।
তিনি শনিবার (১৫ মার্চ) নগরীর তালতলাস্থ গুলশান হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায়  রাষ্ট্র মেরামতের ৩১ দফা  বাস্তবায়নে কোতোয়ালী থানা বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অপরাধ মূলক কার্যক্রমে জড়িত হলে, দল যে ভাবে কঠোর হয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছে তা অব্যাহত থাকবে। আর কেউ যদি স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসন করতে চান তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক অলিউর রহমান চৌধুরী সুহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ১, ২, ৩, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ। ওয়ার্ড সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী জাহাঙ্গীর আলম, আব্দুল মমিন, জাকির হোসেন মজুমদার, তারেক আহমদ খান, মুফতি রায়হান উদ্দিন মুন্না, শাহীন আহমদ, মির্জা বেলায়েত হোসেন লিটন,  নাদির খান, শেখ কবির আহমদ, আব্দুল হাকিম, সাধারন  সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফয়েজ উদ্দিন মুরাদ, নাজির হোসেন, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মোঃ ছাব্বির আহমদ, মোঃ বেলাল উদ্দিন, রুবেল বখস, আব্দুল আজীজ লাকী, কামাল আহমদ, আবু সাঈদ তায়েফ, সাংগঠনিক সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, নুরুল ইসলাম লিমন, আব্দুর রহিম, আব্দুল মুমিন, মিনহাজুর রহমান রাসেল, আব্দুল মুনতাসের চৌঃ সাব্বির, মোঃ গিয়াস মিয়া, সেখ সাইফুল আলম, ইফতেখার আহমদ পাভেল, সাহিদুর রহমান সানি, নাছির উদ্দিন রব, মতিউর রহমান শিমুল প্রমুখ। সভা পরিচালনা করেন ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন