

নিউজ ডেস্ক:
জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন বলেছেন, সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অভাবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ গভীর সংকটে নিপতিত। দুর্নীতি, অপশাসন ও গণতন্ত্র-হীনতার কারণে সঠিক নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তাই জামায়াতে ইসলামী সমাজে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী নেতৃত্ব দেয়ার উপযোগী জনবল তৈরি করতে জামায়াতের উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। আজ থেকে দেড় হাজার বছর আগে এ দিন সংঘটিত হয়েছিল ঐতিহাসিক বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ এবং অবিস্মরনীয় ঘটনা। ইসলামের ইতিহাসে সেটাই ঐতিহাসিক বদরেরযুদ্ধ। এটিকে বদরে আকবারও বলা হয়। তিনি আর ও বলেন ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতে কর্মীদের আরো সোচ্চার হওয়ার আহবান জানান।
তিনি ১৮ মার্চ ( ১৭) রমজান মঙ্গলবার বিকেলে জালালপুর বাজারে একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী জালালপুর ইউনিয়ন আয়োজিত মাহে রামাদ্বান এর তাৎপর্য্য বদর দিবস এর আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।