

নিজস্ব প্রতিনিধি
সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন ৪নং শেওলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘড়ুয়া গ্রামে শতবছরের পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে।
এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী ঘড়ুয়া গ্রামের প্রবীণ মুরব্বি সাইফুল ইসলাম ফারুক। মসজিদ পুনঃনির্মাণ কাজ শুরু সময়ে গ্রামের যুবক আমেরিকা প্রবাসী মহসিন আহসানের প্রতি ভালবাসা স্বরণে “আপনাদের ভালবাসা-ই ঘড়ুয়া জামে মসজিদের শক্তি” মহসিন আহসানের ছবি যুক্ত ব্যানার হাতে কার্যক্রম শুরু করা হয়।
এছাড়া উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি রিয়াজ উদ্দীন, সহ-সভাপতি ময়নুল হক, সহ-সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক মাও. তারেক হোসাইন, অর্থ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন (সাহেল), কমিটির অন্যান্য সদস্যরা সহ গ্রামের সর্বস্থরের প্রবীণ, যুবকগন।
ঘড়ুয়া জামে মসজিদের ইমাম ও খতীব মাও. সালিকুর রহমান সবার জন্য দুনিয়া ও আখিরাতের সফলতা কামনা করে দোয়া করেন।
নতুন এই নির্মাণ কাজ ঘড়ুয়া গ্রামের মুসল্লিদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লিখিত হচ্ছে, যা তাদের ধর্মীয় কার্যক্রমের উন্নয়ন এবং সুষ্ঠু পরিচালনায় সহায়ক হবে।