সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

সিলেট জেলার ১৩টি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষা বিকাশের লক্ষ্যে আত্মরক্ষামূলক স্পেশাল কৌশল প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গল ও বুধবার (১৮ ও ১৯ ফেব্রুয়ারি) চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেটের উদ্যোগে নগরীর শিবগঞ্জের সাদিপুরস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক স্পেশাল কৌশল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ শুরু হয়।

সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা শিক্ষা অফিসারের অনুমতিক্রমে এ কর্মশালা ধারাবাহিকভাবে সিলেটের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন।

হাতিম আলী বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চীন থেকে উচ্চতর প্রশিক্ষণ ও সনদপ্রাপ্ত প্রশিক্ষক, প্রকল্পের প্রধান পরিচালক ও প্রশিক্ষক, চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য নারী ও পুরুষ প্রশিক্ষকগণ। তারা মার্শাল আর্টের উন্নতমানের ১৬টি কলাকৌশলের দীক্ষা দেন শিক্ষার্থীদের।

প্রকল্পের প্রধান পরিচালক ও প্রশিক্ষক চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীরা শুধু নিজের আত্মরক্ষা নয়, বরং মার্শাল আর্টের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করে আত্মপ্রত্যয়ী হবে। তিনি এ্ প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য সিলেটের জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন