সিলেটে ধর্ষণ মামলা’র পলাতক আসামি গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

নিউজ ডেস্ক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ৯ এর অভিযানে গোয়াইনঘাট থানার ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে সিলেটের বালাগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির নাম শেবুল মিয়া (২২)। সে সিলেটের গোয়াইনঘাট থানার নতুন ভাঙ্গা হাওর গ্রামের কটন আলীর ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে এছাড়াও অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন