সিলেটে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে ড. সাজেদুল করিম

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

সিলেট নাসিং কলেজ এসোসিয়েশনের উদ্যোগে সিলেটে ১২টি নাসিং কলেজের শিক্ষার্থীদের নিয়ে ব্যাতিক্রমী ভাবে এই প্রথম সিলেটে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আলীয়া মাদ্রাসা মাঠে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন.  স্বাস্থ্য সেবার উন্নয়নে নার্সিং পেশার মান্নোয়ন সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ফ্যাসিস শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা প্রদান করে সাহসী ভূমিকা রেখেছেন নার্সিং পেশা নিয়োজিতরা। তাদের অবদান আমরা কোনো দিন ভুলবে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়ে ও ভেঙে পড়ছিলো তাতক্ষণিক চিকিৎসা প্রদান করে নাসিং পেশায় নিয়োজিতরা যে দায়িত্বপালন করেছেন সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
খেলার প্রধান পৃষ্ঠপোষক সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও  সিলেট উইমেন্স নার্সিং কলেজের শিক্ষার্থী রাফি আহমেদ এবং আল-আমিন নার্সিং কলেজের শিক্ষার্থী শুভ আহমেদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের অধ্যাপক ফরিদ আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম ও আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, রেজাউল করিম আলো, নাদিও খাঁন ও আবুল কালাম, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক অলিউর রহমান চৌধুরী সোহেল, শাহপরাণ (র.) থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, দক্ষিণ সুরমা থানা বিএনপির সদস্য সচিব মকসুদ আহমদ, শাহপরাণ থানা বিএনপির সদস্য সচিব খোরশেদ আহমদ খুশু, সুরমা নার্সিং কলেজের প্রতিনিধি মাউন্ট এডোরা হাসপাতালের সিসিউ এর কনসালটেন্ট ডা. রায়হান আহমেদ, মহানগর বিএনপির বনপরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হাস উদ্দিন মুন্না, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রানা, সহ-বনপরিবেশ বিষয়ক সম্পাদক আলী আহমদ, হারুনুর রশিদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সিলেট উইমেন্স নার্সিং কলেজের শিক্ষক শফিকুল ইসলাম শফি, জামিল আহমদ, মিসবাহ উদ্দিন, আবু তাহের, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষক ফাতেমা আক্তার হালিমা, শিক্ষার্থী আরিফ আহমেদ, আহমেদ নিল, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান ও সীমান্তিক নার্সিং কলেজ শিক্ষার্থী জয় প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন