সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে মরহুম মখন মিয়া ও তুরন মিয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল


সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ মোঃ মখন মিয়া এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ তুরন মিয়ার স্মরণে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম মখন মিয়া ও তুরন মিয়া ছিলেন সিলেটের ব্যবসায়ী সমাজের পথপ্রদর্শক ও ব্যবসায়ী ঐক্যের অগ্রদূত। ব্যবসায়ী সমাজের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও কল্যাণে তাঁদের অবদান অপরিসীম। তাঁদের অসামান্য নেতৃত্ব ও আত্মত্যাগের ফলেই আজ এই সংগঠন একটি সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে রয়েছে। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সহ সভাপতি মো. লিলু মিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলেক মিয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেন চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, হাজী নওয়াব আলী সবজী মার্কেটের সভাপতি হাজী মো. আবুল হোসেন, মহাগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি আব্দুল মুমিন মল্লিক মুন্না, মো. কাজী বুরহান উদ্দিন, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি মুফতি মো. নিহাল উদ্দিন, সহ সভাপতি মো. আব্দুর রব, মো. ছাদ মিয়া, সহ সভাপতি মো. নুরুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, সহ সাধারণ সম্পাদক মো. পংকী মিয়া, ডা. হেলাল আহমদ, মো. রাজু আহমদ, মো. মাসুদ মিয়া, মো. ইমরান খান রায়হান, মো. আলা উদ্দিন, কয়েস আহমদ সাগর, মো. জাহাঙ্গীর হোসেন, মো. কামরুল ইসলাম, ইমাম উদ্দিন কামাল, জাবদেুল ইসলাম দিদার, রাজু আহমদ, রুবেল আহমদ, বেলাল আহমদ, সামসুল ইসলাম, সুহেল আহমদ, মাহফুজুর রহমান মুন্না, মজলু রহমান, আব্দুল আহাদ, মো. অলিউর রহমান, আতিকুর রহমান সুয়েদ, মো. কয়ছর আলী, মো. আব্দুল্লাহ মিয়া প্রমুখ।
দোয়া মাহফিলে মরহুম শেখ মোঃ মখন মিয়া ও মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ তুরন মিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং সকল ব্যবসায়ীদের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নাছির উদ্দিন। বিজ্ঞপ্তি