সিলেট নগরীর সুবিধবাজার লন্ডনী রোডে কর আইনজীবীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরীর সুবিধবাজার লন্ডনী রোডে এক কর আইনজীবীর বাসায় দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারী ২৫ইং) সন্ধ্যায় সুবিধবাজার ৬৩ নং লন্ডন প্রবাসী ইসুফ কামাল এর (৩য় তলা) বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসায় সিলেট কর আইনজীবী সমিতির সমাজ কল্যাণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন ভাড়া থাকনে। জানা যায়, বিগত ১৫ দিন ধরে তিনি ও তার পরিবার কেউ বাসায় নেই, তিনির শাশুরি অসুস্থ থাকার সিলেট সাপ্লাইস্থ বাসায় স্বপরিবারে অবস্থান করছিলেন। এতে বাসা তালা দেওয়া থাকলে, ডাকাতরা ঘরের তালা ভেঙ্গে আলমিরা থেকে নগদ প্রায় ৫০ হাজার ও ২ ভরি স্বর্ণের হাতের চুড়ি ও মুল্যবান জিনিস পত্র নিয়ে যায়। ডাকাতি কালে ওই সময় পাশের ইউনিটের এক বৃদ্ধা দরজা তালা ভাঙ্গতে দেখে এর প্রতিবাদ করলে তাকে নানা ভয় ভিতি দেখিয়ে সব কিছু লুট করে নিয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় ডাকাতরা লম্বা দা, দরজা ভাঙ্গার নানা যন্ত্র দিয়ে তালা ও দরজা কেটে ঘরে প্রবেশ করে থাকে। ডাকাতির খবর পেয়ে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডাকাতির সময় ফেলে যাওয়া ডাকাতদের একটি দা পুলিশ উদ্ধার করেছে।

এয়ারপোর্ট থানার ওসি জানান, ‘আমার পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ধরতে অভিযান চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন