আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর সিলেট পর্বের খেলা মঙ্গলবার বেলা দুই টায় নগরীর উপশহর পয়েন্টস্থ সিলেট ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্টিত হবে। সিলেট বিভাগীয় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সিলেটজুড়ে উৎসবের আমেজে পরিণত হয়। খেলার বর্ণাঢ্য নানা আনুষ্ঠানিকতায় ও জমকালো আয়োজনে অত্যান্ত আনন্দপূর্ণ সফল, সুন্দর ও শৃঙ্খলভাবেখেলাটি উপহার দেবেন বলে আশাবাদী টুর্নামেন্ট আয়োজক কমিটি। লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক তারকা খেলোয়াগণ অংশ নেবেন। টুর্নামেন্টটি সফল করতে গত কয়েকদিন থেকে সিলেটজুড়ে চালানো হয়েছে ব্যপক প্রচার প্রচারণা।
সোমবার প্রচারণার শেষে দিনে ১০ টি ট্রাকে করে মহানগরীজুড়ে প্রচারণা চালানো হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, সোমবার বিকেলে মাঠের সর্বশেষ প্রস্তুতি পর্যবেক্ষণ করতে সিলেট ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে টুর্নামেন্ট সফল করতে গত রোববার রাতে একটি প্রস্তুতি সভাও করা হয়। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল, মহানগর তাঁতীমদলের আহবায়ক আব্দুল গফফার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমূখ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী দিনকালকে জানান, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে খেলায় দর্শক শ্রোতাদের উপস্থিতি এবং আপনাদের আয়োজন সফল সুন্দরভাবে করতে আমরা বদ্ধ পরিকর। আরাফাত রহমান কোকো সে বাংলাদেশের ক্রীড়াকে বিশ্বের তুলে ধরতে তার অবদান ছিল অন্যতম। তিনি অন্যন্যা গুনের পাশাপাশি ক্রীড়া প্রেমিক ক্রীড়া ব্যক্তিত্ব প্রিয় সফল সংগঠক ছিলেন। তিনি কিশোর তরুণ প্রজন্ম যুব সমাজকে ক্রীড়া ও খেলাধুলা মাধ্যমে আলোকিত যুব সমাজের জন্য কাজ করেছেন স্বপ্ন দেখতেন । দেশ জাতি গঠনে খেলাধুলার উন্নয়নে শক্তিশালী ভূমিকায় তার সক্রিয় ত্যাগী অবদান বিনোদন খেলাধুলা প্রিয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। জনগণের ভোটাধিকার আদায় করার পরিবেশ সৃষ্টি করার এবং ফ্যাসিবাদের উত্থান যেন আর না হয় তার বিপ্লব চলছে।
তিনি আরো জানান, আরাফাত রহমান (১২ আগস্ট ১৯৬৯ – ২৪ জানুয়ারি ২০১৫) কোকো নামেই অধিক পরিচিত ছিলেন । তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়াও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র। তিনি ২০০২-২০০৫ সনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য। একই সময়ে বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন। ক্রীড়া সংঘ ওল্ড ডিওএইচ এর চেয়ারম্যান’ সহ যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথেও । এছাড়াও তিনি শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের রূপকার ছিলেন। তরুণদের চেতনা ক্রীড়া সংগঠক হিসেবে তিনি স্মরণকালের স্মরণীয় হয়ে থাকবেন সফল ক্রীড়াপ্রেমিক হিসেবে।