বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা
সম্মিলিতভাবে পৌঁছে দিতে হবে জনগণের কাছে
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সুশাসন, সুনীতি এবং সু-সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের মানুষের কল্যাণে বিএনপির কোন বিকল্প নেই। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপি গণমানুষের অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও দলের গণমুখী সকল কর্মসূচী অব্যাহত থাকবে। ভাল, সৎ শিক্ষিত মানুষ রাজনীতিতে সম্পৃক্ত হলেই রাজনীতির গুণগত মান পরিবর্তন হবে। যা সাম্প্রতিক সময়ে একান্ত অপরিহার্য। বিএনপি পরমত সহিষ্ণু এবং গণমানুষের কল্যাণে নিবেদিত একটি দল। বিএনপি বর্তমানে সবচাইতে একটি অত্যাচারিত একটি দল।
তিনি আরোও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। স্বৈরাচারী শাসক শেখ হাসিনার মতো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করার জন্য দেশকে স্বাধীন করিনি আমরা, আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। তিনি দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান। বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনাকে জনগণের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে
তিনি রবিবার দি ন্যাশনালিস্ট সার্কেল (টিএনসি)’র আয়োজনে নগরীর কুমারপাড়াস্থ সিলেটের বিজনেস সেন্টারের হল রুমে নেতৃত্ব ও নীতির মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যত গড়ে তোলা নিয়ে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
দি ন্যাশনালিস্ট সার্কেল (টিএনসি)’র প্রতিষ্ঠাতা ও সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম সভাপতির বক্তব্যে বলেন, এই থিঙ্ক ট্যাঙ্কের লক্ষ্য হলো আইন, অর্থনীতি, শিক্ষা, ব্যবসা ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের দক্ষতা কাজে লাগিয়ে বিএনপির নীতিনির্ধারণ, গণমাধ্যমে প্রভাব বিস্তার ও শাসনক্ষমতার প্রস্তুতি শক্তিশালী করা। পাশাপাশি, সমসাময়িক রাজনীতি বিশ্লেষণ, গবেষণা ও কৌশল প্রণয়নের মাধ্যমে দলের দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।
আলোচনা অংশগ্রহণ করেন মনজুর এলাহী সামি, শাহরিয়ার উজজামান পলাশ, আব্দুল হালিম রায়হান, আশরাফুল আলম মাহি, সুদীপ বৈদ্য, সায়েম আহমেদ, মাসুম ইফতেখার রসুল শিহাব, শহীদুল হক, রনি পাল, মাসনুন আকিনব বারা ভূঁইয়া, তৌহিদ আশফাক আহমেদ চৌধুরী, ইমতিয়াজ হোসেন, মুহাইমিন শহীদ রাহী, আশরাফ আরমান, সাংবাদিক মিসবাহ উদ্দিন আহমেদ, সাংবাদিক নুরুল ইসলাম, তানভীর রহমান বাঁধন, জাকারিয়া সিদ্দিক জাকি, দেওয়ান আদনান আহমেদ চৌধুরী, মোঃ আরিফ হোসেন, আল আমিন রাসেল, এডভোকেট আব্দুল মুকিত অপি, তাহমিদ রাফি চৌধুরী, রাহাত এম আহমেদ, নাফিস জুবায়ের চৌধুরী, রহিমা বেগম, সাবুল মিয়া, অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, ডাঃ ফাহমিদা আক্তার চৌধুরী, ফজলে রাব্বি আহসান, অ্যাডভোকেট সাফওয়ান আহমেদ, অ্যাডভোকেট জাহিদুল হক জাবেদ প্রমুখ।