সোসাইটি ফর স্টুডেন্ট ডেভলাপমেন্ট সিলেট শাখার মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিনি অডিটোরিয়ামে সোসাইটি ফর স্টুডেন্ট ডেভলাপমেন্ট সিলেট শাখার পরিচালক রেজাউল করিম সোহেল এর সভাপতিত্বে ও সহকারি পরিচালক আব্দুল্লাহ হাই সাদিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরসংখ্যান বিভাগের অধ্যাপক ড. তাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ, সিলেট ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেনেন্ট কর্নেল আরিফুর রহমান, মুহিবুর রহমান একাডেমির প্রতিষ্ঠাতা, অধ্যাপক মো. মুহিবুর রহমান, সোসাইটি ফর স্টুডেন্ট ডেভলাপমেন্ট কেন্দ্রীয় সভাপতি সাহিদ আক্তার মুসান্নাহ অন্যান্য সহকারি পরিচালক, সদস্য ও অসংখ অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।