সৌম্য-শান্তর ‘ডাবল ডাক- শুরুতেই চাপে বাংলাদেশ

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

স্পোর্টস ডেস্ক-

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে, শুরুতেই ছন্দপতন বাংলাদেশের। দলীয় ২ রানে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মোহাম্মদ শামির করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রাহুলের ক্যাচে পরিণত হয়ে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য।

সৌম্যের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল শান্ত। তবে ব্যর্থ তার ব্যাটও। সৌম্যের মতোই ডাক মেরে সাজঘরে ফিরেছেন তিনি। হার্ষিত রানার বলে ভিরাটের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১ রান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন