মনে হয়!
সময় বিফলে গেলো,
পথে হলো দেরি,
আমি এক ক্লান্ত পথিক,
সময় করেছে হেরাফেরি।
থেমে থেমে যেতে যেতে
মাঝ রাস্তার মোড়ে,
মৌন মনে চলা
কত যে পথিক মেলে।
যার যার পথে চলি
জীবন সায়াহ্নে দিচ্ছে পাড়ি।
শুধু নিজের বেলায়,
চলিতে চরণ না চলা
আমি এক পথচারী।
সহসা কখন, ভাঙিল স্বপন,
চেয়ে দেখি ------আমি তো এখনও রয়েছি ইহকাল ধরি।
গৌরীশ দাস
(কাছাড়,আসাম -ভারত)