স্বরসতী পূজা নিয়ে সিলেটে প্রশাসন, রাজনীতিক ও পূজা কমিটির নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

আসন্ন স্বরসতী পূজা উপলক্ষে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্তকর্তাবৃন্দ, পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজা কমিটি ও স্বরসতী পূজা শোভাযাত্রা পরিচালনা কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সিলেট পুলিশ কমিশনারের (এসএমপি) কমিশনারের সভাপতিত্বে কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক কিছু দিক-নির্দেশনা গ্রহণ করা হয়। সারাদেশের ন্যায় আগামী ৩ ফেব্রুয়ারি সিলেটে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সহিত  সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী স্বরসতী পূজা উদযাপন ও ৪ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার রাত ৯টায় নগরীর ক্বিন ব্রিজ থেকে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রায় সাউন্ড সিস্টেম ব্যাতি রেখে ঢাক, ঢোল, কাসা ইত্যাদি বাদ্যযন্ত্র ব্যবহার করার অনুরোধ জানানো হয়। কারো ধর্মীয় অনুভূমিতে যেন আঘাত না লাগে সেজন্য মসজিদের সামনে যেকোন বাদ্যযন্ত্র নিয়ন্ত্রন রাখতে হবে। কোন ধরনের রাজনৈতিক গান বা স্লোগান দেওয়া যাবে না। কোন ধরনের উচ্ছৃঙ্খলা করা যাবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন