হাটখোলা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ইউনিয়ন জামায়াতের আমীর হেলান উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহফুজ আহমদের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ শাহজাহান আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর সাবেক মেম্বার আব্দুল লতিফ লালা, সেক্রেটারি মাওলানা আল ইমরান, সহকারি সাবেক ভাইস চেয়ারম্যান মো. জৈন উদ্দিন, এখলাছুর রহমান চৌধুরী, জেলা পশ্চিমের মিডিয়া ও স্কুল বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা একে এম শামীম আহমদ, ইসলামী ছাত্রশিবির সদর উত্তর সভাপতি রাসেল আহমদ।
উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা ইস্কন্দর আলী, ফখরুল ইসলাম, আনসার আলী, সাবেক শিবির নেতা রায়হান আহমদ, এম. আই সাদী, সাইফুল আমিন, প্রবাসী জামায়াত নেতা শামীম আহমদ, শিবির নেতা ইমদাদুল হক প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলায়ত করেন মাওলানা সুফির আহমদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন