১৫ ফেব্রুয়ারির মধ্যে রেজিষ্ট্রেশন না দিলে ১৬ ফেব্রুয়ারি বিআরটিএ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলন: মো. জাকারিয়া


বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয় সম্পাদক ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ৭০৭ এর সভাপতি মোঃ জাকারিয়া আহমেদ বলেছেন, দীর্ঘদিন ধরে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় চালকরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টে প্রতিনিয়ত জরিমানা ও জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপেও ভুগছেন চালকরা।
পেটের দায়ে বাধ্য হয়ে কেউ কেউ গাড়ি নিয়ে রাস্তায় বের হলে পুলিশ প্রশাসন ৮-১০ হাজার টাকা জরিমানা ও গাড়ি আটক করছে। আমাদের বারবার আবেদন সত্ত্বেও রেজিষ্ট্রেশন প্রক্রিয়া দ্রুত করা হয়নি। অথচ সরকার ঘোষিত বেআইনি ব্যাটারি চালিত রিক্সা, টমটম, ইজিবাইক, নসিমন, করিমন ইত্যাদি যানবাহন দ্বারা সিলেটের মেট্রো ও উপজেলাগুলোতে বাধাহীনভাবে চলাচল করলেও পুলিশ বা বিআরটিএ কোন পদক্ষেপ নিচ্ছেন না। কেবলমাত্র সি.এন.জি চালিত অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলার উন্নতি ও জরিমানার নামে বিরাট অংকের টাকা আদায়ের প্রতিযোগিতায় পুলিশ ব্যস্ত। তিনি বলেন, আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আমাদের পেশাগত অধিকার রক্ষার আন্দোলন। আমরা চাই, শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হোক। কিন্তু ১৫ ফেব্রুয়ারির মধ্যে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়ে ১৬ ফেব্রুয়ারি সিলেটের বিআরটিএ অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি। দাবি বাস্তবায়নে না হলে আন্দোলনে সিলেট জেলার সকল পরিবহণ ঐক্য পরিষদের সমর্থন থাকবে।
তিনি বুধবার (৫ ফেব্রুয়ারি) চন্ডিপুল পয়েন্টে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ৩ দফার দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সিলেট জেলা ৭০৭ এর সদস্য এম. বরকত আলী এবং রাজা আহমেদ রাজার যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ২০৯৭ সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল আলীম ভাসানী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭০৭ সিলেট জেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, ২০৯৭ সিলেট জেলা কার্যকরীর সভাপতি দেলোয়ার হোসেন, ৭০৭ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল আহমদ, ২০৯৭ সাংগঠনিক মনিরুজ্জামান মনির, ৭০৭ জেলা শ্রমিক নেতা আব্দুল মান্নান কাওসার, সদস্য রফিক মিয়া, আলতাব চৌধুরী, লিটন আহমেদ সুজন মিয়া, এবাদুল আহমদ, সেবুল আহমেদ, আব্দল জলিল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, গোয়ালাবাজার-৭০৭ সভাপতি মো. জিলু মিয়া, লালাবাজার শাখা-৭০৭ এর সভাপতি শফিক মিয়া, দয়ামীর শাখার সভাপতি মকবুল হোসেন, ঘরপুর শাখার সভাপতি আব্দুল জলিল, আজিজপুর শাখার সভাপতি চান্দ আলী মিয়া, ঘরপুর মাদ্রাসা শাখা-২০৯৭ এর সভাপতি খালেদ আহমদ, জালালপুর ইউনিয়ন-৭০৭ সভাপতি শেখ সুহেল, বৈরাগী শাখার সভাপতি দুলাল আহমদ, মোগলাবাজার-৭০৭ এর সভাপতি সেবুল আহমদ, বিশ্বনাথ শাখার সভাপতি এবাদুল আহমদ, আল-হেরা বিশ্বনাথ-৭০৭ সভাপতি ওয়ারিছ খা, বিশ্বনাথ পয়েন্ট শাখার সভাপতি কুতুব উদ্দিন, রামপাশা শাখা-২০৯৭ সভাপতি আব্দুল মন্নান, ৭০৭ খালোরমুখ শাখা সভাপতি খলিল মিয়া, রেলগেইট শাখা সভাপতি আলাল মিয়া, মো. আতিক মিয়া, হারুন মিয়া, সোহেল আহমদ, খালেদ জিয়া, দিলু মিয়া, আবদুর রউফ, জাকির আহমদ প্রমুখ।