বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ থেকে বৈষম্যের রাজনীতি চিরতরে কবর রচিত হবে। বিমোচন হবে ধনী-গরিবের বৈষম্য। আর গণতন্ত্রকে কেউ কুক্ষিগত করে রাখতে পারবে না। ৩১ দফার আলোকে বাংলাদেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে হবে। আমাদেরকে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। আমরা ভেবেছিলাম সংগ্রাম শেষ হয়ে গেছে। কিন্তু সংগ্রাম এখনো শেষ হয়নি। আমাদের সকলের বেঁচে থাকার জন্য এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল ও সহনশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আরও সংগ্রাম ও প্রয়োজনে যুদ্ধ করতে হবে।
তিনি রবিবার (১২ জানুয়ারি) সিলেট মহানগরের ১৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার পত্র বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান সানীসহ উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি