মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর ভাষা শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মহানগরের চৌহাট্টায় অবস্থিত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির সূর্য্যসন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রেসক্লাব নেতা সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, ক্লাবের সিনিয়র সদস্য লিয়াকত শাহ ফরিদী, সাধারণ সম্পাদক ও বাংলানিউজ’র সিনিয়র করেসপন্ডেন্ট (সিলেট) মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র সদস্য ও ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, সহসাধারণ সম্পাদক ও ডেইলি সাউথ এশিয়ান টাইমস’র সিলেট ব্যুরো চিফ রবি কিরণ সিংহ (মাই¯œাম রাজেশ), ক্রীড়া-সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও এশিয়ান টেলিভিশন’র স্টাফ রিপোর্টার (সিলেট) শাহজাহান সেলিম বুলবুল, তথ্য-প্রযুক্তি সম্পাদক ও জাগোনিউজ’র সিলেট প্রতিনিধি জামিল আহমদ (আহমেদ জামিল), কার্যনির্বাহী কমিটির সদস্য (প্রথম) ও দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), ক্লাব সদস্য ও দৈনিক যুগান্তরের স্টাফ ফটো সাংবাদিক (সিলেট) মামুন হাসান, দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক (সিলেট) মো. ইউসুফ আলী, দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়, মাই টিভি’র সিলেট অফিসের ভিডিও জার্নালিস্ট শাহীন আহমদ, খবরের কাগজের স্টাফ ফটো সাংবাদিক (সিলেট) মামুন হোসেন, যমুনা টিভি’র সিলেট অফিসের ভিডিও জার্নালিস্ট, চ্যানেল ২৪’র সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল ও ক্লাব সদস্য জয়ন্ত কুমার দাস এবং ক্লাবের সহযোগী সদস্য ও সিলেট প্রতিদিন’র স্টাফ ফটো সাংবাদিক রেজা রুবেল।