চাঞ্চল্যকর মিম হত্যা মামলার এজাহারনামীয় ০৩ আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৫

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

রাজশাহী-প্রতিনিধি-

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় চাঞ্চল্যকর মিম হত্যা মামলার অন্যতম প্রধান এজাহারনামীয় ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

০৪ এপ্রিল ২০২৫ ইং রাত্রী ১৯:৪৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারি এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর মীম হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় ০৭ নং আসামি মোঃ শাকিল (২১), ০৮ নং এজাহার নামীয় মোঃ রবিন (২৭), দুইজনেরই পিতাঃ মোঃ মোবারক, গ্রাম: শেখেরচক পাচানি মাঠ, ১১ নং এজাহারনামীয় আসামি মোঃ শুভ (২৪) পিতা মোঃ শুকুর, গ্রাম: শেখেরচক, বিহারীপাড়া, থানা: বোয়ালিয়া, রাজশাহী এদেরকে র‌্যাব-৫ আটক করে। গত ২৭/০৩/২০২৫ ইং এজাহারনামীয় ০৪ নং আসামী রুমেল (২৮) কে গ্রেফতার করে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে ০৪/০৪/ ২৫ ইং রাত্রী ১৯:৪৫ মিনিটে অভিযান চালাই এবং আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

পূর্ব শত্রুতার জের ধরে এজাহারনামীয় মোট ১৩ জন আসামি সহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন আসামি পরিকল্পিত ভাবে গত ২৬/১০/২০২৪ ইং সন্ধ্যা আনুমানিক ১৯:৩০ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়া কেমিকোর সামনের গলিতে দলবদ্ধ হয়ে ব্যাট,লোহার রড, লোহার হাতুড়ি, জিআইপাই, চাপাতি, রামদা, চাকু নিয়ে অবস্থান করছিল এই পথ দিয়ে মিম যাওয়ার সময় পথ রোধ করে এলোপাথাড়ি ভাবে মারপিট করে মিমকে গুরুতর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মীমের মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

উক্ত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় র‌্যাব-৫ হস্তান্তর করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন