

মুন্সীগঞ্জ প্রতিনিধি-আসাদউজ্জামান-
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫০বছর বয়সী রানু বেগম নামের এক বৃদ্ধাকে ধর্ষনের অভিযোগ উঠেছে ২৬বছর বয়সী খলিল শেখ নামের এক যুবকের বিরুদ্ধে।
রবিবার (৩০ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বেজগাও ইউনিয়নের হাট ভোগদিয়া গ্ৰামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে লৌহজং থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, লৌহজং উপজেলার বেজগাও ইউনিয়নের হাট ভোগদিয়া গ্ৰামের মরহুম মানিক শেখের ছেলে খলিল শেখ রাতের আঁধারে দরজা ভেঙে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করে।
ভিকটিমের সাথে কথা বললে তিনি বলেন, আমি নিজ ঘরে ঘুমের মধ্যে শুনতে পাই কেউ আমাকে ডাকছে আর বলছে,দরজা খুলো তোমার ছাগল চোরে নিয়া যাচ্ছে,তখন আমি বলেছি ছাগল নিলে নিয়া যাক আমি দরজা খুলবো না, একপর্যায়ে খলিল শেখ দরজা ভেঙ্গে ঘরে ঢুকে একটা ছুরি বের করে আমার গলায় আঘাত করার ভয় দেখাইয়া মুখে কাপড় গুজে হাত বেঁধে শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি মেরে আমাকে শারীরিক নির্যাতন করে। আমি অনেক কষ্টে ঘর থেকে বের হয়ে চিৎকার করলে আসেপাশের লোকজন এসে আমাকে হাসপাতালে নিয়ে আসে।আমার সাথে যা করেছে আমি সেইটা বলতে পারবোনা।আমি খলিলের উপযুক্ত শাস্তি চাই।
ভিক্টিমের ছেলে রানা (২৪) বলেন, আমি ঢাকায় ছিলাম খবর পেয়ে সকালে চলে এসেছি। আমি আমার মায়ের সাথে হওয়া অন্যায়ের কঠিন বিচার চাই।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন সংবাদ পেয়ে আমি ঘটনা স্থলে দ্রুত ছুটে যাই ঘটনাস্থল পরিদর্শন করে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে ভিকটিমের সাথে কথা বলে থানায় মামার রুজু করি। আইনানুগ ব্যবস্থা চলমান।
(শ্রীনগর-লৌহজং) পুলিশ পরিদর্শক, মোঃ আনিছুর রহমান এই ঘটনা জানতে পেয়ে দূত ঘটনা স্থলে আসে এবং লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ ও তার সহযোগীদের সহযোগিতায় ভিকটিমের বাড়ি পরিদর্শন করে এবং লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিকটিমের সাথে কথা বলে প্রাথমিক ভাবে ধারণা করছে এটা ধর্ষণ। ভিকটিমের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে তাকে মেডিকেল রিপোর্টের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হবে। লৌহজং থানায় এ বিষয়ে একটা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে দূত আইনের আওতায় আনার চেষ্টা চলমান রয়েছে।