সারজিসের ১০০গাড়ী বহর নিয়ে প্রশ্ন, জারা’র ফেইজবুকে পোষ্ট, স্বচ্ছতা দাবি

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

রাজনৈতিক দলের নীতিগত স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে দলীয় নেত্রী জারা আপু সম্প্রতি সহকর্মী নেতা সারজিসের উদ্দেশে একটি চিঠি লিখেছেন। সারজিসের নিজ জেলায় সম্প্রতি ১০০ গাড়ির বিশাল বহর নিয়ে প্রবেশ, তার সাম্প্রতিক আর্থিক সংকটের বক্তব্যের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করে জারা আপু এই ঘটনার অর্থায়ন ও ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।

চিঠির প্রেক্ষাপট: গত সপ্তাহে সারজিস একটি জনসভায় দাবি করেছিলেন, “আমার এখন কোনো টাকা নেই, ধার করে চলছি। পকেটে মানিব্যাগও নেই।” তার এই সরল জীবনযাত্রার ঘোষণাকে দল ও সমাজে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়। কিন্তু এর কয়েকদিন পরই তার জেলায় বিলাসবহুল গাড়ির বহর নিয়ে উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে। জারা তার চিঠিতে এ প্রসঙ্গে লেখেন, “জনগণের মনে যৌক্তিক সংশয় তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। আমাদের দলের প্রতিশ্রুতি হলো জবাবদিহি ও সততার রাজনীতি। এ অবস্থায় এই আয়োজনের অর্থনৈতিক উৎস ও পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ তথ্য দেওয়া জরুরি।”

দলের ভাবমূর্তি ও অঙ্গীকার: জারা তার ভেরিফাই ফেইজবুক থেকে পোষ্ট এ উল্লেখ করেন, সারজিসের সাধারণ জীবনযাপনের বর্ণনা দলের রাজনৈতিক সংগ্রামকে জনপ্রিয় করতে সহায়ক ছিল। তবে বর্তমান ঘটনায় সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে লেখেন, “স্বচ্ছতা আমাদের অস্ত্র। জনগণের কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহসই আমাদের গ্রহণযোগ্যতা।” এ প্রসঙ্গে সারজিসের প্রতি তিনি অনুরোধ করেন, “ঘটনার সঠিক ব্যাখ্যা দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনুন।”

প্রতিক্রিয়ার অপেক্ষায়: দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সারজিসের পক্ষ থেকে এখনো কোনো সরকারি বক্তব্য আসেনি। তবে জারা ফেইজবুক পোষ্ট ইতিমধ্যে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক অসঙ্গতি ও জবাবদিহিতার এই বিতর্ক দলের জন্য একটি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, যা তাদের ভবিষ্যৎ কার্যক্রমের দিশা নির্ধারণ করবে।

জারা ফেইজবুক পোষ্ট রাজনীতিতে নৈতিকতা ও স্বচ্ছতার লড়াইয়ের প্রতিফলন। সারজিসের জবাব এখন শুধু তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং দলের প্রতিশ্রুতিরই মাপকাঠি হয়ে উঠেছে। জনগণের চোখ এখন দু’জনের পরবর্তী পদক্ষেপের দিকে।

 

পোষ্ট লিংক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন