”অস্তাচলে”

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

সূর্যোদয়ের মত
পৃথিবীর বুকে,
কত জীবজন্তু,বৃক্ষ, লতা,গুল্ম
কীট পতঙ্গের আগমন ঘটে।

শুধু জন্মের পরে মানবেরা
রঙিন স্বপ্ন নিয়ে,
জীবন যাত্রা শুরু করে ।

লীলা খেলা কৈশোরেতে,
প্রেম খেলা যৌবনেতে,
টাকার দম্ভ, রূপের দম্ভ,
এইটুকুই মনে রাখে।

হায়রে মানবজাতি—!
শুধু আজ আছে, কাল নেই
কালের কাছে,
বোঝেনা সে বোঝেনা,
ক্ষমতার দম্ভে।

তবে, বুঝিবে সে বুঝিবে,
আজ নয় কাল—
জীবন সায়াহ্নে।

-গৌরীশ দাস-
কাছাড়, আসাম (ভারত)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন