অসহায় ও দুস্থদের মাঝে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী দলের ইফতার বিতরণ

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিএনপি চেযারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) নগরীর আম্বরখানা এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।

 

সিলেট জেলা ব্যবসায়ী দলের সভাপতি শোয়েব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ছাদিকুর রহমান ছাদিক।

 

সিলেট জেলা ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল ও মহানগর ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জন ঘোষ, ব্যবসায়ী দল সিলেট বিভাগীয় সভাপতি শামসুল আলম, সিলেট মহানগর ব্যবসায়ী দলের সভাপতি শামীম আহমদ, বিশিষ্ট সাংবাদিক বদরুল রহমান বাবর, বিশিষ্ট শ্রমিকনেতা আলী আহমদ আলী, বিএনপির নেতা রফিক আহমদ, ৩৬নং ওয়ার্ড ব্যবসায়ী দলের সভাপতি মো. সালাউদ্দিন, সিলেট জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক মইনুল ইসলাম অপু চৌধুরী, মহানগর কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, মহানগর কৃষকদলের কুঁটিরশিল্প বিষয়ক সম্পাদক আব্দুন নূর, সিলেট বিভাগীয় শ্রমিকদলের সানুর আহমদ, ব্যবসায়ীদল নেতা চাঁন মিয়া, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ।

 

ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির জন্মই হয়েছে গণমানুষের রাজনীতি করা জন্য। বিএনপি এদেশের নানা মত ও পথের মানুষ জাতীয়তাবাদী পতাকাতলে ঐক্যবদ্ধ করেছে। স্বৈরশাসনসহ নানা সময়ে বিএনপি দেশের মানুষের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে প্রতিকূল পরিবেশেও সংগ্রাম করে গেছে। বক্তারা বলেন, ব্যবসায়ী দলের লক্ষ্য হলো দেশের সকল ব্যবসায়ীদের একই প্লাটফর্মে নিয়ে এসে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা। তারা সকল স্তরের ব্যবসায়ীদের জাতীয়তাবাদী পতাকাতলে ঐক্য করার কাজকে আরো গতিশীল করার আহবান জানান।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আরব আলী, সদর থানা ব্যবসায়ী দল নেতা আজাদ মিয়া, আলী আকবর, আবু বক্কর সিদ্দেক, দক্ষিণ সুরমা ব্যবসায়ী দলের সভাপতি রিপন আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, কামাল উদ্দিন তপাদার, জৈন্তাপুর উপজেলার মনু মিয়া, সমাজকর্মী খান রাশেদ, ছাত্রদল নেতা নাঈম ইকবাল চৌধুরী, সাহেদ আহমদ, সেকু আহমদ সেকু প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন