বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেন, তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের প্রদান মাধ্যম। প্রকৃত মুমিন তাকওয়া দ্বারাই পরিচালিত হন। সিয়াম-সাধনার মধ্য দিয়ে মুমিন বান্দারা আত্মিকভাবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হন। যে রামাদান মাসকে আল্লাহ এত বেশি মর্যাদাবান, পুণ্যময় করেছেন; সেই বরকতময় মাসের প্রতি সবারই যথাযথ সম্মান ও মর্যাদা দেখানো উচিত।
তিনি আরও বলেন, রামাদানের রোযা মুসলমানের জন্য প্রশিক্ষণের মাস। রামাদানে একজন ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করার সাধনায় ইবাদাত-বন্দেগীর পাশাপাশি বিভিন্ন খিদমতে আত্মনিয়োগের সুযোগ লাভ করেন। কুরআন নাযিলের মাস এই রামাদানুল মুবারকে কুরআন তিলাওয়াতে আত্মনিয়োগ করা রোযাদারের জন্য এক অন্যতম মাধ্যম। আর এই সাধনাটি আরও সহজ করে দিয়েছেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) দারুল কিরাত প্রতিষ্ঠার মাধ্যমে। তিনি আমাদেরকে কুরআনের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ করে দিয়ে গেছেন। অতএব, আমরা রামাদানকে আঁকড়ে ধরবো আত্মশুদ্ধির পথ হিসেবে।
তিনি গতকাল ২২ রামাদান (২৩ মার্চ, ২০২৫), রবিবার, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা আয়োজিত দুআ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদ্বওয়ান হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ সূফির সঞ্চালনায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহা. শরিফ উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, এম. শামছ উদ্দিন, ইসলামি ছাত্র আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক আবু নাসির, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সিলেট মহানগরীর সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন সামাদ, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সিলেট মহানগরীর সাবেক সহ-সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ, সিলেট পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক ফয়সল ইসলাম, অর্থ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, অফিস সম্পাদক শামসুল ইসলাম, সহ-অফিস সম্পাদক জুনাইদ আহমেদ তালুকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল করিম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ, সদস্য মুদ্দাচ্ছির আলী আল আমিন, জুনেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা সভাপতি মারুফ আলম তালুকদার মিজু, সদর (পূর্ব) উপজেলা সভাপতি আব্দুস সামাদ, মোগলাবাজার থানা সভাপতি আব্দুল মুহিত জানু ও বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।