

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকির প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা জিডিএফ-ডিফেক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারি ভূমিতে ডিডিএফ দীর্ঘদিন যাবত প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন ও শিক্ষা প্রদানের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলে সত্য একটি কুচক্রী মহল সরকারি ভূমি দখল করতে বিভিন্নভাবে হুমকি প্রদান ও চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বক্তারা বলেন, অনতিবিলম্বে হুমকিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় প্রতিবন্ধী মানুষ সিলেটের সর্বস্থরের জনসাধারণদের সাথে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর চেয়ারম্যান প্রমেশ দত্ত এর সভাপতিত্বে ও জিডিএফ-ডিফেক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মো: শাহজাহান ও আফজাল শিকদার এর যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জিডিএফ এর সহ সভাপতি এডভোকেট রকিব আলী খান, সহ সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরী। ঘটনার বর্ণনা তুলে দরে বক্তব্য রাখেন জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রহমানীয় প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন আহমদ নাঈম, ডিডিএফ এর সদস্য দিদার আহমদ, শারমিন আক্তার রেবা, শিলন বেগম, ফাতেমা বেগম, অভিভাবক রুকিয়া বেগম, রুকসানা বেগম, শিক্ষক সরুফা বেগম, অফিস সহকারি সুইটি বেগম, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি, খাদিজাতুল কুবরা শিফা, তোফায়েল আহমদ শোয়েব, জুঁই রানী দাস, আফসানা আক্তার মুন্নি, রেশমা আক্তার রিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বিকেলে জিডিএফ কার্যালয়ে এসে কাজী আরাফাত নামক এক ব্যক্তির পরিচয় দিয়ে ২জন অজ্ঞাতনামা লোক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে, যেকোন সময় এই জায়গা দখল করে নেব। এখানে বাঁধা দিলে খবর আছে।
এ ব্যাপারে জিডিএফ’র পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক, সিলেট কোতোয়ালী মডেল থানা এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।
জিডিএফ নেতৃবৃন্দ প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বস্থরের জনসাধারণ, প্রশাসন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জাতির বিকেক সাংবাদিকসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি