৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রনেতা, প্রবাসে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতা তোফায়েল বাসিত তপু দীর্ঘ ৩০ পর সিলেটে ফিরেছেন। শনিবার (১২ এপ্রিল) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্থরের নেতাকর্মী সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রথম প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রবাসীরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে দেশের প্রতিটি গণতান্ত্রীক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখেছেন। তাদের সাহসী আন্দোলন ও সার্বিক সহযোগিতার ফলেই গণতান্ত্রীক আন্দোলনের আমরা সফল হয়েছি। তিনি বলেন, ৯০-এর ঐতিহাসিক আন্দোলনে রাজপথ কাঁপানো এক তুখোড় ছাত্রনেতা ও বর্হিবিশ্বে ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বৈরাচার বিরোধী আন্দোলনের তোফায়েল বাসিত তপু সাহসী ভূমিকা রেখেছিলেন। গ্রেটার লন্ডন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং জাসাস ইউকের সাবেক উপদেষ্টা তোফায়েল বাসিত তপু তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম প্রশংসনীয়। প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সোচ্চার ছিলেন তপু।
বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদির সমসু’র সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকিরের পরিচালনায় সংবর্ধনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহদ সুহেল, মুর্শেদ আহমদ মুকুল, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশিদ মামুন, এডভোকেট আবু তাহের, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আফসর খান, মামুন ইবনে রাজ্জাক রুমেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, আব্দুল্লাহ শফি সাহেদ, সাহেদ আহমদ চমন, মিসবাহ আহমদ জেহিন, মাসুদ আহমদ কবির, আব্দুল গফ্ফার, মালেক আহমদ, আজিজ খান সজিব, তোফায়েল আহমদ, আব্দুস সালাম টিপু, নাসিম আহমদ চৌধুরী, তুহিলুর ইসলাম শিপনসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।