মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগরের শ্রদ্ধা

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। বুধবার সকাল ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ, জেলা শাখার সহ-সভাপতি লাল মোহন দেব, জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছাইফুল আলম, মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজাত কবির, শ্রমিক নেতা প্রবীর দে, জসিম উদ্দিন, কামাল হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন