মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েল ও তার দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহবান

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী দখলদার বাহিনীর বর্বরোচিত বোমা হামলা ও হাজার হাজার নারী শিশুসহ শান্তিকামী মানুষকে গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে বিশাল মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলা শাখা।

বিএমবিএফ সিলেট জেলা শাখার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগীয় সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান।

বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার  ও জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাসের যৌথ পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার,  দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক ও বিএমবিএফ বিভাগীয় সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ মতিন, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, সহ-সভাপতি মধু মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন চৌধুরী, আফসানা চৌধুরী, শাহেদা বেগম, হোসনা চৌধুরী, রুহিন চৌধুরী ফরহাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা আজ ফিলিস্তিনের জনগণের রক্ত নিয়ে হোলি খেলতেছে এরা একসময় রিফুজী ছিল। আরব নেতাদের দয়ায় ফিলিস্তিনের ভূখন্ডে এই ইহুদী গোষ্ঠীকে আশ্রয় দেওয়া হয়। পরবর্তীতে তারা ইসরায়েল রাষ্ট্র গঠন করে পশ্চিমাদের মদদে পুরো ফিলিস্তিন দখল করা অপচেষ্টায় লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিন নিঃশেষ করতে বর্বরোচিত হামলা চালাচ্ছে। বক্তারা বলেন, আমেরিকার মদদে ইসরায়েল এই বর্বরোচিত হামলা চালাচ্ছে। জাতিসংঘের ভূমিকায় মুসলিম উম্মাহ বাকরুদ্ধ, বিক্ষুব্ধ। বক্তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে ইহুদীবাদী ইসরায়েল ও তার দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান। পাশাপাশি বিশ্ব ব্যাপী ইসরায়েলের পণ্য বয়কটেরও আহ্বান জানান তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন