

অনলাইন ডেস্ক –
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট-৩১৫ বি-১ এর লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রেসিডেন্ট লায়ন সাজুওয়ান আহমদের সভাপতিত্বে ও লায়ন কাজী আব্দুল মুকিত এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট-৩১৫ বি-১ এর হ্যাডকোর্টার লায়ন গৌতম লাল দত্ত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির সাবেক প্রেসিডেন্ট ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক লায়ন চন্দন সাহা, সাবেক প্রেসিডেন্ট লায়ন গৌতম বণিক, সাবেক প্রেসিডেন্ট লায়ন পিন্টু চক্রবর্তী, সাবেক প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, ক্লাব মেম্বার লায়ন জুমা আহমদ প্রমুখ।
সভায় আগামী ২ ও ৩ মে ঢাকায় অনুষ্ঠিত কনভেশন সফলে যোগ দেওয়ার জন্য লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির সকল সদস্যদেরকে অনুরোধ জানানো হয়।