

নিজস্ব প্রতিবেদক-
সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ ওয়ার্ডে সভাপতি আমির হোসেন তার উপর দেওয়া কেন্দ্রীয় বিএনপির নিষেধাজ্ঞা মেনে নিয়ে, ভবিষ্যতে গাছ ও পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল ভুমিকা পালন করার অঙ্গীকার করে বলেছেন।
“ আমার দলের সিদ্ধান্তের বাহিরে যাওয়ার সুযোগ নেই। আমি আমার দলের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এই সিদ্ধান্তে আবারো প্রমাণিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে ছোট বড় কোন অপরাধের ক্ষমা নেই। এই সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলার আরো উন্নতি হবে বলে আমি মনে করি। যে অভিযোগে আমাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই গাছগুলো আমি ২০১৯ সালে আমার হাতে এই রোপন করেছিলাম। প্রকৃতপক্ষে যারা। আমার বিলবোর্ড টাঙ্গানোর কাজ করেছে, তারা ঐ সময় এই গাছের কয়েকটি ডাল কেটেছে মাত্র। তবে গাছ কাটা হয়নি। এবং আমি এই ডাল কাটার বিষয়ে পূর্বে অবগত ছিলাম না। সরেজমিনে পরিদর্শন করলে গাছের অবস্থান দেখতে পারবেন।
আলহামদুলিল্লাহ, আশার কথা হচ্ছে। ইতিমধ্যেই এই গাছটিতে নতুন পাতা গজাচ্ছে। ইনশাআল্লাহ আমি আগে থেকে ভবিষ্যতে আরো সচেতন হবো। অতীতের মত ভবিষ্যতে গাছের চারা বিতরণ ও গাছ রোপন অব্যাহত রাখব।