সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবি ফোরামের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে ২৬ মার্চ সকালে সংঠনের নেতৃবৃন্দ সিলেট কন্দ্রেীয় শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পন করেন।
শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সারোয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট, সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের প্রিন্সিপাল শহীদুল ইসলাম এডভোকেট, সিলেট বিভাগ গণদাবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দেলোয়ার হোসেন দিলু এডভোকেট, আব্দুল মুকিত অপি এডভোকেট, এডভোকেট সুয়েব, গীতিকার বাহা উদ্দিন বাহার প্রমুখ।
দুপুরে সংগঠনের কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে স্বাধীনতার তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।