সিলেট মদিনা মার্কেটে গাছ কাটায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেতা আমির হোসেন

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর মদিনা মার্কেটে বিলবোর্ড লাগানোর সময়, গাছ কাটায় দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও ৯ নং ওয়ার্ডের সভাপতি আমির হোসেন। তিনি আজ গণমাধ্যমে দুঃখ প্রকাশ করে একটি বার্তা প্রেরণ করে যা লেখন, তা সিলেট নিউজ টাইমস এর পাঠকদের জন্য দেওয়া হল।

“আসসালামু আলাইকুম,
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর আমাদের দ্বারপ্রান্তে। সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

কিছুদিন আগে মদিনা মার্কেট পয়েন্টে নাইস প্রাইজের সামনে একটি বিলবোর্ডের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলাম। বিলবোর্ড স্থাপনের সময় যারা কাজ করেছেন, তাঁদের সুবিধার্থে কিছু ডালপালা ছাঁটাই করা হয়েছিল, তবে কোনো গাছ কাটা হয়নি। এবং এই ডাল পালা কাটার বিষয়ে আমি পূর্বে অবগত ছিলাম না৷

উল্লেখ্য, গাছটির পাশে বৈদ্যুতিক তার পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছিল। এই আইল্যান্ডে আমি অনেক গাছ আমার নিজ হাতে রোপণ করেছি, তবুও অনাকাঙ্ক্ষিত কারণে এর ডালপালা ছাঁটাই হওয়ায় যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমি আমার নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আপনারা অবগত আছেন, আমি দীর্ঘদিন যাবৎ মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দায়িত্বে থাকা অবস্থায় পরিবেশ সংরক্ষণে সবসময় সচেতন থেকেছি এবং আশপাশের সবাইকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেছি।

ইতিমধ্যে আমি দলের হাইকমান্ডের নির্দেশে বিলবোর্ডটি সরিয়ে ফেলেছি। আশা করি, জাতীয়তাবাদে বিশ্বাসী সকল নেতাকর্মীও দলের হাইকমান্ডের এই নির্দেশনা পালন করবেন।

আমি আপনাদের সকলের কাছে দোয়াপ্রার্থী।আপনার পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করুন—এই কামনা করছি।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন