

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) নগরীর জেলরোডস্থ আনন্দ টাওয়ারের এসএমসিসিআই এর কনফারেন্স হলে এ দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য বিদায়ী সভাপতি আফজাল রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নব নির্বাচিত সভাপতি খায়রুল হোসেন, ১ম সহ-সভাপতি মো: ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো: জহির হোসেন, সদ্য বিদায়ী পরিচালক জিয়াউল গণী আরিফীন, নব নির্বাচিত পরিচালক মো: ফারুক আহমদ, মো: মাহবুবুর রহমান, তোফায়েল আহমদ লিমন, মো: আব্দুল কাদির, শাব্বির আহমদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, দিলওয়ার হোসেইন, মো: কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন নব নির্বাচিত পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ ও সদ্য বিদায়ী সকল পরিচালকবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য বিদায়ী সভাপতি আফজাল রশীদ চৌধুরী বলেন, সভাপতি থাকাকালীন সময়ে সকল পরিচালকবৃন্দের আন্তরিক সহযোগীতায় সফলতার সাথে মেয়াদকাল সম্পন্ন করেছি। তিনি বলেন, বর্তমান নির্বাচিত পরিষদ অত্যন্ত দক্ষ একটা পরিষদ। এ পরিষদের মাধ্যমে চেম্বারের কার্যাক্রম আরো গতিশীল হবে। আমি তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে নব নির্বাচিত পরিচালনা পরিষদের সভাপতির হাতে ফাইল হস্তান্তর ও ফুল দিয়ে বরণ করা হয়। সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ মো: মাহবুবুর রহমান নব নির্বাচিত কোষাধ্যক্ষ মো: জহির হোসেন এর হাতে বিগত দিনের অর্থনৈতিক বিবরণী তুলে দিয়ে দ্বায়িত্ব হস্তান্তর করেন।
পরে নব নির্বাচিত ১ম সহ-সভাপতি মো: ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী ও পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্তকে ফুল দিয়ে বরণ করা হয় এবং নব নির্বাচিত পরিচালনা পরিষদ দ্বায়িত্বভার গ্রহণ করেন।